সোনাগাজী সিটি স্কুল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাসঃ ২০২৫ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে… এসএসসি পরীক্ষা ২০২৫খ্রি. সময়সূচীঃ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩খ্রিঃ সোনাগাজী সিটি স্কুল এর শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ ও ২১টি সনদ অর্জন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২২ ও ২৩ খ্রি:

সোনাগাজী সিটি স্কুল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাসঃ

ফেনী জেলার অন্তর্গত সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী। এ জনপদের অধিবাসীরা নিয়মিত দারিদ্রতা ও বৈরী আবহাওয়ার সাথে সংগ্রাম করেই টিকে থাকতে হয়। তথাপিও স্বাধীনতার পূর্বে ও পরে অনেক মহানায়কের জন্ম হয় এই জনপদে। যারা দেশ মাতৃকার সংগ্রামে নিজেদের জীবন বিলিয়ে অমর হয়ে আছেন ইতিহাসের রঙ্গিন পাতায় । ৫২’এর ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৯ এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামে অগ্রগ্রামী ছিলেন এই জনপদের মানুষ। যাইহোক, বিগত দশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও এই জনপদে মানবসম্মত তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠায় অধিকাংশ মানুষ এখনও সন্তানদের ভবিষ্যত বিনির্মাণের জন্য মান সম্মত ও যুগোপযোগী শিক্ষা লাভের আশায় শহরমূখী। এই বিষয়টি বিবেচনায় রেখে ২০১২ সালে সোনাগাজী সিটি স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন জনাব মোঃ আকবর হোসাইন। সোনাগাজী পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সাথে পরামর্শক্রমে ২০১৩ সালের ১লা জানুয়ারি সোনালী সকালে সোনাগাজী সিটি স্কুল এর পথচলা শুরু হয়। আলহামদুলিল্লাহ, নানা প্রতিকূলতা কাটিয়ে অত্র প্রতিষ্ঠান সফলতার একযুগ ফূর্তি উদযাপন করে ১৩তম বর্ষে  পদার্পণ করতে যাচ্ছে। এ দীর্ঘ পথচলায় আমরা সর্বমহলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় সত্যিই অভিভূত। এ জন্য সবার প্রতি সোনাগাজী সিটি স্কুল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আমাদের উপর সর্বদা আস্থা রেখেছেন সন্তানের কাঙ্খিত শিক্ষা লাভের আশায়। বর্তমানে সোনাগাজী সিটি স্কুল-এ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest