এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি। যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই অধ্যয়নের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক ও অনাবাসিক প্রতিষ্ঠান।
ফেনী জেলার অন্তর্গত সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী। এ জনপদের অধিবাসীরা নিয়মিত দারিদ্রতা ও বৈরী আবহাওয়ার সাথে সংগ্রাম করেই টিকে থাকতে হয়। তথাপিও স্বাধীনতার পূর্বে ও পরে অনেক মহানায়কের জন্ম হয় এই জনপদে। যারা দেশ মাতৃকার সংগ্রামে নিজেদের জীবন বিলিয়ে অমর হয়ে আছেন ইতিহাসের রঙ্গিন পাতায় । ৫২’এর ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৯ এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামে অগ্রগ্রামী ছিলেন এই জনপদের মানুষ। যাইহোক, বিগত দশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও এই জনপদে মানবসম্মত তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠায় অধিকাংশ মানুষ এখনও সন্তানদের ভবিষ্যত বিনির্মাণের জন্য মান সম্মত ও যুগোপযোগী শিক্ষা লাভের আশায় শহরমূখী। এই বিষয়টি বিবেচনায় রেখে ২০১২ সালে সোনাগাজী সিটি স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন জনাব মোঃ আকবর হোসাইন। সোনাগাজী পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সাথে পরামর্শক্রমে ২০১৩ সালের ১লা জানুয়ারি সোনালী সকালে সোনাগাজী সিটি স্কুল এর পথচলা শুরু হয়। আলহামদুলিল্লাহ, নানা প্রতিকূলতা কাটিয়ে অত্র প্রতিষ্ঠান সফলতার একযুগ ফূর্তি উদযাপন করে ১৩তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ দীর্ঘ পথচলায় আমরা সর্বমহলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় সত্যিই অভিভূত। এ জন্য সবার প্রতি সোনাগাজী সিটি স্কুল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আমাদের উপর সর্বদা আস্থা রেখেছেন সন্তানের কাঙ্খিত শিক্ষা লাভের আশায়। বর্তমানে সোনাগাজী সিটি স্কুল-এ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে।